তেল গেলে ফুরাইয়া বাত্তি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া! দেশ বরণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর গাওয়া এই গানে ‘ত্যাগ’ সিনেমায় অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদী। গানের মত উনার ও জীবন প্রদীপ নিভে গিয়েছিল আজকের এই দিনে। ২০১২ সাল, পহেলা ফাল্গুন।
বসন্তের প্রথম দিন, চারদিকে বসন্ত পালন উৎসব। ঠিক তখনই এলো এই বিষাদময় খবর। বাংলাদেশের অন্যতম শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদী আর বেঁচে নেই। আকস্মিক এই খবরে দর্শকরা প্রথমে সহজভাবে মেনে নিতে পারেন নি, দর্শকদের মধ্যে নেমে এলো শোকের ছায়া। উনার মত এমন জাঁদরেল অভিনেতার এমন অকালমৃত্যু কেউই মেনে নিতে পারেনি। এরপর থেকে হুমায়ুন ফরীদির শহরে নিয়ম করে বসন্ত নামে। সেই বসন্তের আগমনে শহরের চারদিকে রঙের ছড়াছড়ি হয়।
শুধুই থাকেন না একজন হুমায়ুন ফরিদী। দেখতে দেখতে হুমায়ুন ফরীদির চলে যাওয়ার ১০ বছর হলো আজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন হুমায়ুন ফরিদী নাট্য সংগঠনের সঙ্গে জড়িত হয়েছিলেন। ১৯৬৪ সালে প্রথম কিশোরগঞ্জে মহল্লার মঞ্চনাটকে অভিনয় করেছিলেন তিনি। টিভি নাটকে প্রথম অভিনয় করেন ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের নাটকে।