স্থায়ীভাবে এইচআইভি মুক্ত হলেন বিশ্বের প্রথম নারী

বিশ্বে প্রথমবারের মতো মরণব্যাধি এইচআইভি এইডস থেকে থেকে সুস্থ হলেন একজন নারী।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের এই নারী এখন পর্যন্ত সুস্থ হওয়া তিনজনের একজন। আর নারীদের মধ্যে তিনিই প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এই চিকিৎসায় এইডস ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন স্টেম সেল এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়।

তিনি গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন। বৃটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সারের চিকিৎসার অংশ হিসেবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেবার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

১৫ ফেব্রুয়ারি ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি উপস্থাপন করা হয়েছিল। প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়েছে বলে এতে জানানো হয়েছে।

স্টিম সেল পদ্ধতি নিয়ে যা বলছেন বিজ্ঞানীরাঃ

বিজ্ঞানীরা বলেন, এই পদ্ধতিতে রোগীর ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এইচআইভি ভাইরাস বা এইডস থেকে মুক্ত হবার প্রতিটি ঘটনাই আনন্দদায়ক ও উদযাপনযোগ্য- তারা প্রমাণ করেছেন যে, এইডস থেকে আরোগ্য হওয়া যায়। কিন্তু এটি আমাদেরকে এমন কোনো প্রতিষেধক বানানোর দিকে এগিয়ে দিচ্ছে না যেটি দিয়ে আমরা ৩৭ মিলিয়ন বা ৩ কোটি ৭০ লাখ এইডস আক্রান্ত মানুষকে সারিয়ে তুলতে পারি। এই সম্ভাবনায় স্টেম সেল ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি সর্বপ্রথম উন্মোচিত হয় ২০০৭ সালে, যখন টিমোথি রে ব্রাউন প্রথম ব্যাক্তি হিসেবে এইডস থেকে মুক্ত হন।

এরপর থেকে এই পদ্ধতি দুইজনের দেহে পরীক্ষা করা হয়, তাদের একজন হচ্ছেন নিউইয়র্কের ওই নারী। এইডসের প্রতিষেধক তৈরির জন্য ভ্যাকসিন বা ঔষুধের দিকে মনোযোগ দেয়া হচ্ছে, যেন ওই টিকা বা ঔষুধ শরীর থেকে এইডসের ভাইরাসকে দূর করতে পারে।

আন্তর্জাতিক এইডস সোসাইটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট শ্যারন লুইস সতর্ক করে দিয়ে বলেছেন, এই ক্ষেত্রে ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতি এইডসে আক্রান্ত অধিকাংশ মানুষের জন্য কার্যকর নয়। তবে তিনি বলেছেন, এটা নিশ্চিত যে, এইচআইভি প্রতিষেধক আবিষ্কার সম্ভব এবং জিন থেরাপি এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হতে পারে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!