লালমনিরহাটে তিস্তা নদীতে রুপালী ইংলিশ

লালমনিরহাটে তিস্তা নদীতে হঠাৎ করে জেলেদের জালে ধরা পড়ছে রুপালি ইলিশ।দীর্ঘ পাঁচ বছর পরে লালমনিরহাট হাতিবান্ধা ডালিয়া পয়েন্টে নদীর গভীর অংশে এ ইলিশ পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (১০ মে) সকালে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ভাটিতে জেলেদের জালে ধরা পড়া মাছ দেখতে ভিড় করছেন তিস্তাপাড়ের মানুষ। অনেকেই সে মাছ কিনতে যাচ্ছেন। এলাকাবাসী জানান, তিস্তায় ইলিশ পাওয়া জেলেদের কাছে চাঁদ হাতে পাওয়ার মতো। এই তিস্তায় ২০১৭ সালে প্রথম ইলিশ মাছ ধরা পড়েছিল।

ঠিক ৫ বছর পর গত এক মাস ধরে নদীতে প্রতিদিন ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে। জেলেরা জানান, ইলিশের আকার ৩০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত। মাছ ধরার পর পরেই সেখানে প্রতি কেজি ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকা দরে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে। বর্তমান তিস্তা ইলিশ মাছ ছাড়া ও ধরা পড়ছে বৈরালি বোয়াল চিতলসহ সামুদ্রিক মাছ এসব মাছ তিস্তা নদীর পাড়ে মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে।গড্ডিমারী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আইনুল হক বলেন, ‘৮৮ সালের বন্যায় তিস্তা নদীতে প্রথম ইলিশ মাছ ধরা দেখেছি। প্রায় ৩৫ বছর পর আবারও তিস্তা নদীতে ইলিশ মাছ ধরা দেখলাম। এতে তিস্তাপারের বাসিন্দারাও খুশি।’

জেলে রহমত আলী বলেন, ‘তিস্তায় ইলিশ পেয়ে আমরা খুব খুশি। এই নদীতে ইলিশ পাওয়া আমাদের কাছে ভাগ্যের বিষয়। আমরা আশা করি প্রতি বছর যেন ইলিশ মাছ পাওয়া যায়।’সীমান্ত বাজার এলাকার লাল মিয়া বলেন, ‘আমার ঠেলা জালে দুটি ইলিশ ধরা পড়েছে। আমি খুবই খুশি। এই ইলিশ মাছ দুটি বিক্রি না করে বাড়িতে খাওয়ার জন্য নিয়ে যাবো।’

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!