এবার বড় কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফট

ডেস্ক নিউজঃ

শিগগির বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে মাইক্রোসফট। সম্প্রতি অর্থনৈতিক ধীর গতির কারণে খরচ কমাতে কর্মী ছাঁটাই করছে প্রযুক্তি কোম্পানিগুলো। এক্ষেত্রে মাইক্রোসফটও একই দিকে হাঁটতে যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে।

সূত্র উল্লেখ না করে জানিয়েছে, ছাঁটাইয়ের সিদ্ধান্তের কারণে কোম্পানিটির প্রায় পাঁচ শতাংশ কর্মীর ওপর প্রভাব পরতে পারে। বিশ্বজুড়ে মাইক্রোসফটের দুই লাখ ২১ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই রয়েছে এক লাখ ২২ হাজার

সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, প্রকৌশল বিভাগে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে কোম্পানিটি। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালও একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, আজ (১৮ জানুয়ারি) বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে। যদিও এসব প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করেনি মাইক্রোসফট।

এদিকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন নিজেদের ইতিহাসে বৃহত্তম গণছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। একসঙ্গে ১৮ হাজারের বেশি কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যান্ডি জেসি গত বুধবার (৪ জানুয়ারি) বলেছেন, ‘আমরা জানি, ছাঁটাই হওয়া কর্মীদের জীবন কতটা কঠিন হয়ে যায়। আমরাও বিষয়টি হালকাভাবে নিচ্ছি না।

করোনাকালে চাহিদা সামলাতে দ্রুত প্রচুর কর্মী নিয়োগ দিয়েছিল অ্যামাজন। কিন্তু সাম্প্রতিক সময়ে চাহিদা কমে যাওয়া এবং খরচ বেড়ে যাওয়ায় শ্রমশক্তি কমিয়ে ফেলতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে নভেম্বরে মার্ক জাকারবার্গ প্রতিষ্ঠিত ফেসবুকের মূল কোম্পানি মেটাও বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, মোট কর্মশক্তির ১৩ শতাংশ বাদ দেওয়া হবে। এতে ১১ হাজারের বেশি কর্মী চাকরি হারাতে পারে। সম্প্রতি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বিজ্ঞাপন কমায় চাপে পড়েছে প্রযুক্তি কোম্পানিটি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!