ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষ

আর্ন্তজাতিক ডেক্স:

দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ভারতের মণিপুর রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪০ জন বিদ্রোহী মারা গেছেন বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিগত দাঙ্গার কারণে বেশ কয়েক দফায় ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে মণিপুরে। প্রাণ হারিয়েছে ৬০ জনের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছেন আরও কয়েক হাজার। এরই মধ্যে আবার সশস্ত্র বিদ্রোহীদের সংঘর্ষের ঘটনা ঘটলো।

পুলিশ জানিয়েছে, রোববার (২৮ মে) মণিপুরের রাজধানী ইমফলের আশপাশের পাঁচটি এলাকায় সশস্ত্র বিদ্রোহীরা হামলা চালায়। জবাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চালানো অভিযানে অন্তত ৪০ বিদ্রোহী নিহত হয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বীরেন সিং বলেন, ‘সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে এম-১৬ এবং একে-৪৭ অ্যাসল্ট রাইফেল এবং স্নাইপার বন্দুক ব্যবহার করে হামলা করেছিল। তারা অনেক গ্রামে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!