রুপম চাকমা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
“যত্রতত্র প্লাস্টিক পলিথিন ফেলে বিপর্যয় ডেকে আনবেন না, বাড়ি বা দোকানের পাশে নির্দিষ্ট গর্ত খুঁড়ে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য ফেলুন এবং পরে সময়মত পুড়ে ফেলুন” এমন আহ্বানে রাঙামটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে প্লাস্টিক ও পলিথিন বর্জ্য পরিস্কার অভিযান কর্মসূচি পালন করেছে জারুলছড়ি নিম্ম মাধ্যমিক স্কুলের ছাত্র ছাত্রীরা।
আজ সোমবার (৩ ডিসেম্বর) ২০২৩) সকাল ১০টায় পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।
এ সময় বঙ্গলতলি ইউনিয়নের জারুলছড়ি নিম্ম মাধ্যমিক স্কুলের মাঠ থেকে শুরু করে নতুন দোকান এলাকায় প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য কুঁড়িয়ে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান বিষয়ে জারুলছড়ি নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরেন্টু চাকমা বলেন, প্লাস্টিক ও পলিথিন একটি ক্ষতিকারক পদার্থ। এটি মাটি ও পরিবেশের ক্ষতি করে। তাই এসব বর্জ্য যেখানে সেখানে না পেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত খুঁড়ে বা ডাস্টবিনে ফেলতে হবে এবং পরে সময়মত সেগুলো যথাস্থানে পুড়িয়ে ফেলতে। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে। কারণ ময়লা-আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য যত্রতত্র ফেলার কারণে পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ে। এতে মশাবাহিত ম্যালেরিয়া, ডেঙ্গুসহ নানা রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায়। আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য বাড়ি, দোকানের আশ-পাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
জারুলছড়ি স্কুল পরিচালনা কমিটির সভাপতি তাতুল ময় চাকমা বলেন, আমরা একটু সচেতন হলেই নানা রোগব্যাধি থেকে মুক্ত থাকতে পারি। তাই আগে আমাদেরকে সচেতন হতে হবে এবং পাশাপাশি অন্যজনকেও সচেতন করতে হবে।
তিনি প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য যত্রতত্র না ফেলে প্রতিটি দোকানে একটি ডাস্টবিন রাখার জন্য সকল দোকানদারদের প্রতি আহ্বান জানান।