সিএমপির পাহাড়তলী থানার অভিযান

প্রেস রিলিজ:

সিএমপির পাহাড়তলী থানার অভিযানে ৫ কেজি গাঁজাসহ ভুয়া সাংবাদিক গ্রেফতার।

 

সিএমপির পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদের নেতৃত্বে এসআই সৌমিত্র সরকার, এএসআই ইকবাল হোসেন মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পাহাড়তলী থানাধীন দুলালাবাদস্থ পাহাড়তলী থানার মূল গেইটের বিপরীতে সৈকতের বিকাশ দোকানের সামনে পাকা রাস্তার উপর আকস্মিক চেকপোস্ট পরিচালনা করে আজ ২৩/১১/২৪ খ্রি. (২২ নভেম্বর দিবাগত) রাত ০০.০৫ ঘটিকার সময়ে একটি সিএনজি গাড়ি থামিয়ে সিএনজির

ভিতরে থাকা যাত্রীর কাঁধে একটি খয়েরী রঙের স্কুলব্যাগ দেখতে পেয়ে উক্ত যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে ৩টি পলিথিনে মোড়ানো ৫ কেজি গাঁজাসহ আসামি মোঃ ফারুক (৪২)-কে গ্রেফতার করে। তল্লাশিকালে সে নিজেকে দৈনিক একাত্তর সংবাদ নামক পত্রিকার রিপোর্টার বলে দাবি করে ও আইডি কার্ড উপস্থাপন করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে উল্লিখিত সাংবাদিক আইডি কার্ডের অপব্যবহার করে নিয়মিত মাদকের কারবার করে আসছিল। এদিন সে সীতাকুণ্ড থানাধীন কালুশাহ মাজার এলাকা থেকে এসব মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পতেঙ্গা এলাকায় নিয়ে যাচ্ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাহাড়তলী থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!