চট্টগ্রাম:
জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের বিরুদ্ধে মিথ্যা মামলা, অফিস দখল এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ) চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ সভায় বক্তারা দোষী সন্ত্রাসীদের দ্রুত বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন হুমায়ুন কবির রাব্বি।
প্রতিবাদ সভার প্রধান অতিথি ছিলেন বিএমএসইউ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক নেতা সোহাগ আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার উপদেষ্টা সম্পাদক নুরুল আফছার তৌহিদ, সহ-সম্পাদক আলহাজ্ব বেলাল আহমেদ এবং চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল।
উদ্বোধনী বক্তব্য রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম বাবলু।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:সাংবাদিক নাসির উদ্দিন লিটন, মহিউদ্দিন সাগর, মাজাহারুল ইসলাম রানা, শাহাদাত হোসেন, শাহরিয়ার সুমন, মোশাররফ হোসেন মাসুদ, নূরনবী, মোহাম্মদ রাজিব, আসিফুজ্জামান, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, সোহেল রানা, সোহেল, হৃদয় সর্দার, আসিফসহ আরও অনেক সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকরা এক কণ্ঠে জানান, দেশের যে কোনো সাংবাদিকের ওপর নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে তারা সবসময় ঐক্যবদ্ধ থাকবে।