সারাদেশে রাতের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর সাথে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যহত থাকতে পারে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) আবহাওয়া অধিদফতর থেকে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, যশোর ও কুষ্টিয়া জেলাসহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে।

রাতে তাপমাত্রা কমার সম্ভাবনা

ঘন কুয়াশার কারণে শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণা ঘাট ও শরীয়তপুরের মঙ্গলমাঝির ঘাট-মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন দীর্ঘসময় নদীপাড়ে আটকে থাকা যাত্রী ও যানবাহনের চালকরা।

জানা গেছে, ঘন কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নরসিংহপুর-হরিণা ঘাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ট্রাকসহ প্রায় ২০০ যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়।

এদিকে ঘন কুয়াশার কারণে মঙ্গলমাঝির ঘাট-শিমুলিয়া নৌরুটে আজ সকাল পৌনে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুল মোমেন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সাড়ে ৪টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার কারণে কস্তরি নামের ফেরিটি মাঝপথে আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই রুটে ছোট-বড় ৭টি ফেরি চলাচল করছে।

শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!