১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম টানা বর্ষণে পানবিন্দী পশ্চিম বাকলিয়া এলাকার ৯’শ অসহায় গরীব পরিবারের মাঝে গতকাল সোমবার (৭ আগস্ট) দিনব্যাপী শুকনো খাবার ও রান্না করা খিচুড়ি বিতরণ করেন। তিনি বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ওয়ার্ডের কালাম কলোনী,বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় রোড, চান মিয়া মুন্সী লেন ও রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত শান্তিনগর বগারবিলে পানিতে ডুবে থাকা বাসা-বাড়ির বাসিন্দাদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কথা বলেন।
এসময় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আনোয়ার মেম্বার, ২নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, কামাল আহম্মদ মেম্বার, ১নং ইউনিট আওয়ামী লীগ সভাপতি সরওয়ার আলম, শ্রমিক লীগের মামুন, যুবলীগের আমজাদ হোসেন, সোহেল আহমেদ, আফজাল হোসেন, চকবাজার থানা স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজিম দেওয়ান, রাহুল দাশ, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবকলীগের সমর দাশ, ১৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা ইয়াসিন টিপু, গৌতম নাগ, মুন্না খান, শাকিল চৌধুরী, মোহাম্মদ আরিফ ও সৌরভ দাশ, চকবাজার থানা ছাত্রলীগ নেতা মিসবাউর রহমান প্রমুখ তাঁর সাথে ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ কালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, টানা চারদিনের অতিভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর এক তৃতীতাংশ এলাকার বািসন্দা পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষকরে নিম্নাঞ্চলে বসবাসরত গরীব অসহায় অনেক পরিবারে পানিবন্দী থাকার কারণে রান্নার চুলাও জ্বলেনি। দোকানপাট,ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবকিছু স্থবির হয়ে পড়েছে। এরকম দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনা করে সামথর্য অনুযায়ী পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের অসহায় গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছি। আশাকরি সমাজের ধনী ব্যক্তিরাও এই পরিস্থিতিতে এগিয়ে আসবেন।
পিআইবি/চ.পি