বুধবার বিকাল পনে ৪ টার দিকে উপজেলার রৌমারী বাজারের হাজি মার্কেটে চাউলের, ল্যাপতোষক, তুলা ও বিভিন্ন মালামাল রাখা গোডাউন ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, তুলার গোডাউন ঘর থেকে হঠাৎ করে আগুনের লেলিহান ও ধোয়া দেখতে পায় পথচারিরা। স্থানীয়রা বিভিন্ন ভাবে আগুর নিভানোর চেষ্টা করেন ও ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গোডাউনে ভাড়াটিয়া আব্দুর রউফ, বাতেন, মন্টু মিয়া, আব্দুস ছালাম ও গোডাউন মালিক মাহুবরের প্রায় ৮ লক্ষাধীক টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।
এবিষয়ে কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার খোরশেদ আলম বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে যাই অনেক চেষ্টার পর আগুনের তীব্রতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।