পাবনায় জেনারেল হাসপাতালের বৈকালীন বিশেষ স্বাস্থ্যসেবার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন

মোঃ নূরুন্নবী,পাবনা জেলা প্রতিনিধি
 পাবনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার  (০৩ জুলাই ) সকালে  পাবনা জেনারেল হাসপাতালের কনফারেন্সে হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক  গোলাম ফারুক প্রিন্স এমপি।
 এসময় উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকন, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান,  মেডিকেল কলেজের অধ্যাপক উবায়দুল্লাহ ইবনে আলীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন । এতে সভাপতিত্ব করেন পাবনা জেনারেল হাসপাতালে সহকারি  (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. সালেহ মুহাম্মদ আলী।
আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। মেডিসিন, হৃদরোগ, গাইনি, সার্জারি, অর্থ সার্জারি ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী হাসপাতালে নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন। সেখানে সরকারি মূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!