-
- জাতীয়, সারাদেশ
- পাবনায় জেনারেল হাসপাতালের বৈকালীন বিশেষ স্বাস্থ্যসেবার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন
- আপডেটের সময় : জুলাই, ৪, ২০২৩, ৯:৪৮ অপরাহ্ণ
- 100 বার ভিউ
মোঃ নূরুন্নবী,পাবনা জেলা প্রতিনিধি
পাবনায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বৈকালিক বিশেষ স্বাস্থ্য সেবার দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (০৩ জুলাই ) সকালে পাবনা জেনারেল হাসপাতালের কনফারেন্সে হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন জলি, জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকন, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মেডিকেল কলেজের অধ্যাপক উবায়দুল্লাহ ইবনে আলীসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন । এতে সভাপতিত্ব করেন পাবনা জেনারেল হাসপাতালে সহকারি (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. সালেহ মুহাম্মদ আলী।
আজ থেকে সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সেবা কার্যক্রম চালু থাকবে। মেডিসিন, হৃদরোগ, গাইনি, সার্জারি, অর্থ সার্জারি ও শিশু বিভাগের চিকিৎসকরা রোস্টার অনুযায়ী হাসপাতালে নির্ধারিত চেম্বারে রোগী দেখবেন। সেখানে সরকারি মূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর