ভক্তদের ঈদ উপহার, নতুন ছবির নাম ঘোষণা সালমানের

ঈদে ভক্তদের ঈদি হিসেবে সাধারণত একটি সিনেমা উপহার দেন বলিউড সুপারস্টার সালমান খান। তবে এবার ঈদুল ফিতরে তার কোনো ছবি মুক্তি পায়নি। কিন্তু ভক্তদের ঠিকই সুখবর দিয়েছেন ভাইজান।

 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন নতুন ছবির নাম ঘোষণা করেছেন সালমান। সেই সঙ্গে ছবিতে তার চরিত্রটি নিয়েও আভাস দিয়েছেন।


সম্প্রতি নতুন ছবি ঘোষণা দিয়েছিলেন সালমান খান। জানিয়েছিলেন ‘গজনি’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এরপর থেকেই ভক্ত অনুরাগীদের মধ্যে উত্তেজনা কাজ করছিলো।

 

বৃহস্পতিবার ঈদের দিন সেই ছবির নাম প্রকাশ করলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকান্দার’। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন সালমান খান।


এবার ঈদে মুক্তি পাওয়া দুটি হিন্দি সিনেমা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। সেই প্রসঙ্গে টেনে সামাজিক মাধ্যমে সালমান লিখেন, ‘‘এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকান্দারের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।’’


প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে একাধিক ছবিতে জুটি বেঁধেছেন সালমান। ‘জুড়ুয়া’ দিয়ে যাত্রা শুরু করে ‘মুঝসে শাদি কারোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছে এই জুটি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!