নকল ভেরিফায়েড পেইজে বিপাকে শাবনূর, নিচ্ছেন আইনি পদক্ষেপের প্রস্তুতি

 বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের নামে একটি ভুয়া ভেরিফায়েড ফেসবুক পেজ তৈরি করেছে একটি প্রতারক চক্র। পেজটি দেখতে অনেকটা আসল মনে হলেও এটি শাবনূরের পরিচালনায় নয়—এমনটাই জানালেন তিনি নিজেই।

গতকাল (২৫ জুলাই) সকালে শাবনূরের নজরে আসে বিষয়টি, যখন তাঁর পরিচিতজন ও অনুরাগীরা বিষয়টি তাঁকে অবহিত করেন। এরপর শাবনূর নিশ্চিত হন—ভেরিফায়েড হলেও এই পেজটি ভুয়া।

শাবনূর জানান, “পেজটিতে দেওয়া তথ্য, ছবি এমনকি পোস্ট পর্যন্ত সব আমার আসল আইডি ও পেজ থেকে কপি করা। অনেক সময় আমার পোস্টের পরপরই সেখানে তা প্রকাশ করা হয়। এতে করে বিভ্রান্ত হচ্ছে আমার ভক্ত-অনুরাগীরা।”

তিনি আরও বলেন, “এটা খুবই কৌশলে চালানো হচ্ছে। এখন সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে, যেহেতু এটি ভেরিফায়েড, তাই সবাই ধরে নিচ্ছে এটা আমার পেজ। কিন্তু আদতে এটা একটি প্রতারণার ফাঁদ।”

অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাসরত এই অভিনেত্রী জানান, তিনি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নিচ্ছেন। শিগগিরই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন এবং পুলিশের সাইবার ক্রাইম বিভাগকেও অবহিত করবেন।

তিনি বলেন, “আমি নিশ্চিত হয়েছি, বাংলাদেশ থেকেই কেউ বা একাধিক ব্যক্তি এই পেজটি পরিচালনা করছে। আমার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের তথ্য তারা কোথা থেকে পেল, সেটাই এখন ভাবনার বিষয়। কারণ এসব তথ্য ছাড়া ফেসবুক ভেরিফিকেশন সম্ভব নয়।”

শাবনূর জানান, তিনি ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছেন। তিনি বলেন, “এই পেজ থেকে আমার নামে অপরাধ সংঘটিত হলে দায় কেন আমি নেব? এটা বন্ধ করা জরুরি।”

পেজটি থেকে শাবনূরের আসল আইডি ও পেজকে ব্লক করে রাখা হয়েছে যাতে তিনি নজর রাখতে না পারেন বলেও জানান তিনি।

শাবনূর তাঁর আসল ফেসবুক আইডি ও পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে ভক্তদের সতর্ক করে দিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, কেউ যেন বিভ্রান্ত না হন এবং ভুয়া পেজ থেকে কোনো ধরনের মিথ্যা বা প্ররোচনামূলক তথ্য বিশ্বাস না করেন।

চিত্রনায়িকা শাবনূরের প্রকৃত নাম কাজী শারমীন নাহিদ নূপুর। নব্বই দশকে প্রয়াত পরিচালক এহতেশাম পরিচালিত চাঁদনী রাতে (১৯৯৩) সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর টানা এক যুগ তিনি ছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেত্রীদের একজন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!