চট্টগ্রামে ডিএনসির অভিযানে ১০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চট্টগ্রাম মেট্রোর একটি বিশেষ অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ও তিনটি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানটি পরিচালিত হয় সোমবার সকাল ৮:৩০ থেকে ১১:৩০ পর্যন্ত চট্টগ্রাম মেট্রো কর্ণফুলী থানাধীন উপজেলা অফিসের সামনে এলাকা এবং সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপোর জাঙ্গালপাড়ার জিয়া ভবনের ৪র্থ তলায়।

অভিযানটি ডিএনসির চট্টগ্রাম মেট্রো উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক জনাব গোপাল কৃষ্ণ দাস এর নেতৃত্বে পরিচালিত হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ হাসান (৩৪) — রোহিঙ্গা শরণার্থী, ক্যাম্প-৮/ডব্লিউ, উখিয়া, কক্সবাজার।
২. মোঃ হাসান (৩১) — আতুরার ডিপো, পাঁচলাইশ, চট্টগ্রামের ভাড়াটিয়া।
৩. মোঃ বোরহান উদ্দিন (৪৫) — ফতেপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

ডিএনসি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেছে, এই ইয়াবাগুলো কক্সবাজারের বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পের মাদক কারবারি মাইজ্জা ভাই ওরফে সমীন আক্তার সোহেল এর কাছ থেকে সংগ্রহ করা হয়। যিনি আসামী মোঃ হাসান (৩১) এর আত্মীয় বলে ধারণা করা হচ্ছে।

গ্রেফতার হওয়া আসামিদের কাছ থেকে উদ্ধার করা ইয়াবা এবং মোবাইল ফোনসহ প্রয়োজনীয় আলামত জব্দ করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এদিকে ডিএনসি’র কর্মকর্তা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। চট্টগ্রামসহ সারাদেশ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান তারা।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!