সচিবালয়ে নিরাপত্তা জোরদারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাত দফা নির্দেশনা

বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সাত দফা নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবালয় নিরাপত্তা শাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত নির্দেশনায় এসব কথা বলা হয়।

নির্দেশনায় উল্লেখ করা হয়, দেশের প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে সচিবালয়ের প্রতিটি ভবনের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সার্বক্ষণিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাত দফা নির্দেশনা
১. সচিবালয়ের অভ্যন্তরে কোনো ধরনের মিছিল, সমাবেশ বা গণজমায়েত নিষিদ্ধ।
২. অননুমোদিত কোনো সভা, সমাবেশ, পেশাগত সংগঠন বা সমিতির বৈঠক সম্মেলন কক্ষে করা যাবে না।
৩. সন্ধ্যা ৬টার পর জরুরি প্রয়োজনে সচিবালয়ে অবস্থান করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।
৪. সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে দাপ্তরিক প্রয়োজনে অবস্থানের জন্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে।
৫. সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ পাস দৃশ্যমান রাখতে হবে।
৬. কোনো ভবন বা প্রাঙ্গণে লিফলেট বিতরণ, ব্যানার বা ফেস্টুন ঝোলানো যাবে না।
৭. সচিবালয়ে প্রবেশের সময় গাড়ি ও ব্যক্তির নিরাপত্তা তল্লাশি নিরাপত্তা বাহিনী নিশ্চিত করবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সচিবালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!