রেকর্ড শনাক্তের দিনে রামেকে দুজনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজনসহ মোট দুইজনের মৃত্যু হয়েছে। তারা কুষ্টিয়া ও পাবনা জেলার বাসিন্দা।

মৃতদের বয়স ১১ থেকে ৩০ বছরের মধ্যে। করোনা শনাক্তের পর থেকে তারা হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরটিভি নিউজকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই ব্যক্তির মরদেহ স্বাস্থ্যবিধি মেনে দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাজশাহীর দুইটি পিসিআর ল্যাবে ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪৫ নমুনায় মিলেছে করোনাভাইরাস। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। যা গতকাল ছিল ৬০ দশমিক ৩৯ শতাংশ।

অন্যদিকে ১০৪ শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। তাদের মধ্যে করোনা আক্রান্ত রোগীর ভর্তি রয়েছে ২৮ উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৮ জন। করোনা ধরা পড়েনি এমন ভর্তি ৩ জন রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৮ জন। এদিন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!