পাকিস্তানের নতুন বোলিং কোচ শন টেইট

পাকিস্তানের পেস বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার শন টেইট।

বুধবার (৯ ফেব্রুয়ারি) টেইটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত দায়িত্বে থাকবেন মোহাম্মদ ইউসুফ।

এছাড়া প্রধান কোচ সাকলাইন মুশতাকের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। বিপিএলের শুরুতে টেইট বাংলাদেশ দলের বোলিং কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ওটিস গিবসনের বিদায়ের পর থেকে তার বিকল্প খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অস্ট্রেলিয়ার ২০০৭ বিশ্বকাপজয়ী দলের সদস্য টেইট এর আগে আফগানিস্তানের পেস বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

২০২১ সালের আগস্টে পাঁচ মাসের জন্য দায়িত্ব নিলেও মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেন তিনি। তাছাড়া অস্ট্রেলিয়ার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনেগেডস এবং আবুধাবি টি-টেন ক্রিকেট লিগে বাংলা টাইগার্সের বোলিং কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!