গরুপাচার মামলায় সাংসদ-অভিনেতা দেবকে নোটিস CBI

গরুপাচার মামলায় নাম জড়ালো অভিনেতা-সাংসদ দেব। ঘাটাল কেন্দ্রের তৃণমূল সাংসদ দীপক অধিকারী অর্থাৎ দেবকে নোটিস পাঠিয়েছে CBI। আগামী ১৫ ফেব্রয়ারি সাংসদ অভিনেতাকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই (CBI)। গরুপাচার মামলায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে। এই মামলায় তদন্তের সময়ই উঠে এসেছে তাঁর নাম।

সিবিআই সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে দেবকে। সাক্ষী হিসাবেই তাঁকে তলব করেছে সিবিআই। প্রশ্ন উঠেছে কেন দেবকে তলব করল সিবিআই? কীভাবে এই মামলার সঙ্গে জড়ালো তাঁর নাম? সিবিআই সূত্রের খবর, গরুপাচার মামলায় তদন্তে নেমে সিবিআইয়ের সামনে আসে কিছু তথ্য যেখানে দেখা যায়,ঘাটাল হাইওয়ে বা ঘাটালের রাস্তা দিয়ে সক্রিয় ছিল এই চক্র। সেই সূত্র ধরে বেশ কিছু লোককে জিজ্ঞাসাবাদ করার পরই দেবের নাম পান সিবিআই অফিসাররা। তাই দেব এ বিষয়ে কী জানেন, তা জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

সিবিআই সূত্রের কবর, গরুপাচার কাণ্ডে এর আগে উঠে এসেছে একাধিক ব্যক্তির নাম। তাদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। যে যে রুট দিয়ে এই গরুপাচার হতো সেই সমস্ত জায়গায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেখানে ঘাটালের কয়েকটি সূত্র পাওয়া গেছে। ঘাটালের সাংসদ হওয়ার কারণে উঠে এসেছে তাঁর নাম। গরুপাচার মামলায় এর আগে গ্রেফতার করা হয়েছে এনামুল হককে। সতীশ নামক এক বিএসএফের এক কমান্ডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। তাই এই মামলায় দেবের সাক্ষ্য খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিবিআই অফিসাররা।

 

সূত্রঃ Zee Bangla News

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!