রৌমারীতে সেতু উদ্বোধনে এলাকাবাসির স্বস্তি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার খালেকের কুড়ায় সেতু উদ্বোধন করায় স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকাবাসি।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি সেতুটির ভিত্তি প্রস্ত স্থাপন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা উন্নয়ন বান্ধব সরকার শেখ হাসিনার অবদানে সেতুটি নির্মাণ করা হচ্ছে। এতে পূর্বা ল সীমান্ত এলাকার শৌলমারী, বেহুলারচর, সুতিরপাড়, হাফাতিকান্দাসহ ৬টি গ্রামের প্রায় ১০ হাজার লোকের উপজেলা সদরের সাথে যোগাযোগে সুবিধা হবে।

এলাকাবাসির দীর্ঘদিনের দাবী শৌলমারী খালেকের কুড়ার উপর একটি সেতুর। সেতু না থাকায় অসুস্থ রোগী, মৌসুমি ফল, বিভিন্ন ফসলাদি পরিবহনে অনেক ভোগান্তিতে পড়তে হতো তাদের। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হবে। সড়ক যোগাযোগ ব্যবস্থা সমৃদ্ধি পাবে। এ সেতুর উপর দিয়ে চলাচলে সুবিধা পাবে কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সকলে যোগাযোগে ইতিবাচক ভ‚মিকা রাখবে। সেতুটি বদলে দিবে সীমান্ত এলাকার মানচিত্র। বৃদ্ধিপাবে কর্মসংস্থান।

সেতুটির ভিত্তিপ্রস্ত স্থাপন কালে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন এমপি এসব কথা বলেন। উপজেলার মন্ডল পাড়া, মাঝিপাড়া হতে শৌলমারী খালেকের কুড়ার উপর জিপিএস রাস্তায় ১৮৫০ মিটার চেইনেজ প্রায় ৫ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে (আরডিআরআইপি) রংপুর বিভাগ পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায়, এলজিইডির বাস্তাবায়নে ৯০ মিটার আর সিসি গার্ডার সেতুর ভিত্তিপ্রস্ত স্থাপন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, নির্বাহী অফিসার আল ইমরান, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, শৌলমারী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সহকারি প্রকৌশলী মেজবাউল আলমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!