‘সাগর রুনী কান্ডের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সরকারও বিব্রতকর অবস্থায় রয়েছে’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সাগর রুনী হত্যাকান্ডের ব্যাপারটি আমাদের জন্য খুবই দুঃখ ও কষ্ট জনক। আমরা দুঃখিত। এই বিচারটি শেষ করা উচিত। এ মামলার চার্ট শিট দিয়ে বিচার প্রক্রিয়া শেষ করবে এই আশা আমি ব্যক্ত করছি। আমাদের এটি একটি ব্যর্থতা। আমাদের উচিত হবে আইন বিভাগ, আইন মন্ত্রণালয় ও বিচার বিভাগের যারা দায়িত্বে রয়েছে, তাদেরও দায়িত্ব হবে দ্রুত বিচারটি শেষ করা। গতকাল শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাতে টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদের পরিচিতি অনুষ্ঠান ও টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনের বিষয়ে বিএনপিকে উদ্দেশ্যে করে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন কমিশন নিয়ে সেই আগের মতোই বলছে। তারা নির্বাচন করবে না, সুষ্ঠ নির্বাচন হবে নাসহ নানা রকম তিরস্কার মূলক এবং কটু মন্তব্য করছেন। তাদের একই কথা বারবার ঘুরিয়ে বলছে। তাদের মুল কথাটি হচ্ছে বাংলাদেশে তত্বাধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না।

 

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!