বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম ব্যাটার তামিম ইকবাল।
এই স্বীকৃতি দেয়ার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। এক যুগেরও বেশি সময় ধরে তিন ফরম্যাটেই বাংলাদেশের ওপেনিংয়ে একমাত্র ভরসা তামিম ইকবাল। পুরো সময়টা জুড়ে তার একজন পার্টনার খোজার চেষ্টা চালিয়ে গেছে ক্রিকেট বোর্ড। তবে এখনও সেই যোগ্য ব্যাটারটির সন্ধানই মেলেনি।
টি-টোয়েন্টিতে খেলতে না চাওয়ায় এখনও টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার জায়গা এই ওপেনার। গত দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটের প্রেক্ষাপটটা বদলে গেলেও তামিম রান করেছেন এই সময়েও। তবে তার ব্যাটিং করার ধরণ নিয়ে সমালোচনাও কম হয়নি।
টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে তামিম আর নিজেকে মানিয়ে নিতে পারছেন না- এমন অভিযোগও উঠে আসে। নতুন বছরে টি-টোয়েন্টি ক্রিকেটেই ভাবনার বাইরে রাখা যাচ্ছে না বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবালকে।
এবারের বিপিএলে শুরু থেকেই যেভাবে ছুটে চলেছেন, তামিমের ব্যাট যেন আর থামছেই না। রান পাহাড়ের চূড়ায় উঠেও তামিমের ক্ষুধা যেন মিটছেই না।