ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভিত্তিমূল্য দুই কোটি রুপিতেই বিক্রি হলেন বাংলাদেশের কাটার মাস্টার খ্যাত পেস বোলার মুস্তাফিজুর রহমান। এবারের আসরে জিএমআর গ্রুপ ও জেএসডব্লিউ গ্রুপের ফ্রাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন ফিজ।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। নিলাম চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন নিলামের সঞ্চালক হিউ এডমিডেস। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা কিছুটা উন্নতি হয়। তার পরিবর্তে চারু শার্মা নিলাম পরিচালনা করছেন।