জাপানে একটি চাল ভাঙার কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নেভাতে রাতভর কাজ করেছেন দমকল কর্মীরা। যদিও এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে আরo জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে থাকা আরও দুই কর্মীকে খুজছে এবং অন্য একজনকে অসুস্থ অবস্থায় হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয় দমকল বিভাগের একজন জানিয়েছেন, আগুন লাগার আট ঘণ্টা পরেও আগুন নেভানোর কাজ করে দমকলকর্মীরা। তিনি আরও বলেন, আমরা মোট ২২টি ফায়ার ট্রাক ঘটনাস্থলে পাঠিয়েছি এবং দমকলকর্মীরা সেখানে কাজ করছে।