যেভাবে জানবেন এইচএসসির ফলাফল
যেভাবে জানবেন এইচএসসির ফলাফল

যেভাবে জানবেন এইচএসসির ফলাফল

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে।

বরাবরের মতো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলের সার-সংক্ষেপ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা হস্তান্তর করবেন। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থাকবেন। পাশাপাশি তিনি ফল প্রকাশের ঘোষণা দেবেন।

এরপর দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া পরীক্ষা কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করা যাবে। মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।মাদ্রাসা বোর্ডের এইচএসসি সমমান আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!