তীব্র শীত উপেক্ষা করে ইউক্রেনবাসীর রাশিয়া বিরোধী বিক্ষোভ
তীব্র শীত উপেক্ষা করে ইউক্রেনবাসীর রাশিয়া বিরোধী বিক্ষোভ

তীব্র শীত উপেক্ষা করে ইউক্রেনবাসীর রাশিয়া বিরোধী বিক্ষোভ (ভিডিও)

রাশিয়ার আগ্রাসন রুখে দেয়ার প্রতিজ্ঞা নিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভের রাজপথে বিক্ষোভ করেছেন হাজারও মানুষ।

তীব্র শীত উপেক্ষা করে শনিবার (১২ ফেব্রুয়ারি) কয়েক হাজার বিক্ষোভকারী ইউক্রেনের জাতীয় পতাকা হাতে রাজপথে নেমে আসেন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, এ সময় তারা যুদ্ধবিরোধী ব্যানার-প্ল্যাকার্ড হাতে ইউক্রেনের জাতীয় সংগীত গাইতে থাকেন এবং রাশিয়ার বিরুদ্ধে স্লোগান দেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশবাসীর উদ্দেশে রুশ আগ্রাসনের হুমকির মুখে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানের পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজপথে নেমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের প্রমাণ দেন ইউক্রেনবাসী।

এ সময় কিয়েভের রাজপথে আন্দোলনকারীরা বলেন, আমরা ইউক্রেনকে ভালোবাসি, আমরা শান্তি চাই। এ পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!