দুই বাংলার সঙ্গীত জগতের কিংবদন্তি মহাতারকা বাপ্পি লাহিড়ী মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অবশ্য শুধু গান নয়, নিজের ভিন্ন ‘লুকের’ জন্যও বেশ জনপ্রিয় ছিলেন এই গুণী শিল্পী। বৃহদাকার দেহের অধিকারী, বড় বড় চুল, চোখে কালো চশমা, শরীর ঢাকা সোনা, গলায় হাতে ভরি ভরি সোনার চেইন আর হার- এটাই ছিল জনসাধারণের চোখে বাপ্পি লাহিড়ী। তাকে ডাকা হতো বলিউডের ‘গোল্ডেন ম্যান’ নামে। কিন্তু কী কারণে সবসময় সোনার হার পরে থাকতেন সবার প্রিয় বাপ্পি দা? এক অনুষ্ঠানে বহুল প্রতীক্ষিত এই প্রশ্নের উত্তরও দিয়েছিলেন তিনি। ওই অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, ‘এলভিস প্রিসলি সোনার হার পরতেন। আমি প্রিসলির বড় ভক্ত ছিলাম। আমি ভাবতাম, যদি কোনো দিন সফল হই, তাহলে নিজের অন্য রকম ভাবমূর্তি গড়ে তুলব। স্রষ্টার আশীর্বাদে সোনার মাধ্যমে সেটা করতে পেরেছি। আগে মানুষ ভাবতো, আমি সবাইকে দেখানোর জন্যই সোনার গয়না পরি। কিন্তু সেটা ঠিক নয়। সোনা আমার কাছে সৌভাগ্যের বাহক, আমার এগিয়ে যাওয়ার সাহস।’ বাপ্পির ভাষায়, ‘আমার স্রষ্টার নাম সোনা! যখন থেকে সোনার গয়না পরা শুরু করেছি, আমার একের পর এক গান হিট করা শুরু করেছে। সোনা আসলে আমার জন্য সৌভাগ্যের প্রতীক। তাই এত সোনার গয়না কিনি আর পরি’। এদিকে, ২০১৪ সালে নির্বাচনের জন্য সম্পত্তির ডিক্লারেশনে তিনি জানিয়েছিলেন তার কাছে ৭৫৪ গ্রাম সোনা রয়েছে।