রাতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ২৫

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।

গতকাল শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার উত্তর বাগড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় অন্তত ২৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার দুলাল খান ও বাসযাত্রী নুরবানু। ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি পুলক চন্দ্র রায় জানান, বরিশাল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী যাত্রীবাহী বাস ও খুলনা থেকে ছেড়ে আসা বরিশালগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের ধাক্কায় ট্রাকটি ছিটকে সড়কের পাশে পড়ে যায় এবং বাস-ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার দুলাল খান নিহত হন। এদিকে শিবাচিমে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে মারা যান নুরবানু। আহত হন অন্তত ২৫ জন। ট্রাকটিতে ১৩ জন বিদ্যুতের শ্রমিক ছিলেন। তিনি আরও বলেন, বাসটি রং সাইডে এসে ট্রাকটিকে সামনাসামনি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!