রাষ্ট্রপতির কাছে ১০ নাম দেবে সার্চ কমিটি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে আগামী ২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সুপারিশকৃত ১০ জনের নাম রাষ্ট্রপতির কাছে জমা দেবেন সার্চ কমিটি। ওইদিন সন্ধ্যা ৭টায় সার্চ কমিটিকে বঙ্গভবনে সাক্ষাতের জন্য সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠকের পর সার্চ কমিটির সভাপতি এ কথা বলেন। তিনি বলেন, আমরা নামের তালিকা ছোট করে এনেছি। আজকের বৈঠক থেকে ১০ জনের কাছাকাছি এসেছি। আমরা ১২-১৩ জনের নাম বাছাই করেছি।

আগামী ২২ ফেব্রুয়ারি পরের বৈঠক হবে। সেই বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। নতুন নির্বাচন কমিশন আইনের আওতায় ৬টি মিটিং করেছে সার্চ কমিটি। আরও একটি মিটিং এখনও বাকী আছে। এছাড়া সুশিল সমাজের প্রতিনিধিদের সঙ্গে চারটি মিটিং করেছি।

আগামী ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টায় আমাদের নিজেদের সপ্তম মিটিং করার মধ্য দিয়ে আপাতত আমাদের কাজ শেষ হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!