শীতের সবজিতে ভোক্তাদের কিছুটা স্বস্তি মিললেও আগের মতই দুশ্চিন্তা রয়ে গেছে চাল, আটা,ডাল তেলসহ অন্যান্য নিত্যপণ্যে। বেড়ে যাওয়া দামেই কিনতে হচ্ছে এসব পণ্য। অর্থাৎ নিত্যপণ্যের দামে স্বস্তি কোনো স্বস্তি নেই। শুক্রবার কয়েকটি বাজারে দেখা গেছে, মিনিকেটের কেজি ৫৮-৬২, নাজিরশাইল ৬৫-৭০ টাকা। স্বর্ণা ও বিআর-২৮ জাতীয় চালের কেজি ৪৬-৫০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মসুর ডাল ১১০-১১৫ ও ভারতীয় ডাল বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকা কেজি দরে। প্রতি কেজি খোলা সয়াবিন তেলের দাম ১৫০-১৫৫ ও পামঅয়েল ১৪০-১৪৫ টাকা। ২ কেজির প্যাকেট আটা ৮০-৮২ টাকা। এছাড়া মুরগি ও পেঁয়াজের দামও বাড়তি।