রুশ হামলায় অন্তত ২৪০ জন ইউক্রেনীয় নিহত

ইউক্রেনে রুশ আগ্রাসন অব্যাহত রয়েছে। চলছে হামলা-পাল্টা হামলা।

গোলাগুলি, সংঘাত আর ক্ষেপণাস্ত্র হামলায় গত তিন দিনে অন্তত ২৪০ জন ইউক্রেনীয় নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। তৃতীয় দিনে রাজধানী কিয়েভে ভয়াবহ হামলায় ৬৪ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন। এ তথ্য জানা গেছে আলজাজিরার খবরে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় থেকে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে ওসিএইচএ।

ওসিএইচএ বলছে, ইউক্রেন সংঘাতে ২৪০ বেসামরিক হতাহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে তারা। তবে প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা তাদের। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় এ কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!