গ্রামীণ অবকাঠামোয় ৮ বিলিয়ন ডলার বিনিয়োগে বিশ্বব্যাংকের আগ্রহ

আমার গ্রাম আমার শহর প্রকল্পসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের নেয়া বেশ কয়েকটি প্রকল্পে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (১৫ মার্চ) সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এক বৈঠকে এ আগ্রহের কথা জানিয়েছেন। বৈঠক শেষে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের বেশ কিছু প্রকল্প চলমান আছে। আমাদের নতুন আরো কিছু প্রকল্প নিতে হবে। তারা (বিশ্বব্যাংক) আমাদের এখানে ৫ থেকে ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে রাজি আছে। এটা বিভিন্ন খাতে বিনিয়োগ করা হবে।’

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!