বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্যপদে নির্বাচন করেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা।
এতে তিনি ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তবে সময় দিতে পারবেন না জানিয়ে এই নায়িকা পদত্যাগের আবেদন করেছেন। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনকে মেইলে পদত্যাগের আবেদনপত্র পাঠিয়েছিলেন রোজিনা। তার সেই আবেদন গ্রহণ করেছেন সভাপতি।
আবেদনের প্রেক্ষিতে রোজিনাকে অব্যাহতি দেয়া হয়েছে। তারই স্থলাভিষিক্ত করা হচ্ছে রিয়াজকে।
গতকাল শনিবার (২৭ মার্চ) চলচ্চিত্র শিল্পী সমিতিতে কার্যনির্বাহী পরিষদের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সহসাধারণ সম্পাদক সাইমন সাদিক। তিনি বলেন, গতকালের মিটিংয়ে সভাপতিসহ কমিটির ১১ জন উপস্থিত ছিলাম আমরা।
সর্বসম্মতিক্রমে রোজিনা আপার পদত্যাগপত্রটি গৃহীত হয়। গঠনতন্ত্র মোতাবেক সর্বসম্মতিক্রমে কমিটি যে কাউকে ওই পদে আনতে পারেন। সে হিসেবে সবার সম্মতিতেই রিয়াজ ভাইকে নেয়া হয়েছে।
এ বিষয়ে রিয়াজ বলেন, যারা আমাকে যোগ্য মনে করে কমিটিতে নিয়েছেন, তাদের ধন্যবাদ। তবে লিখিত চিঠি এখনো পাইনি আমি। পেলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো যাবে।