উলিপুরে অগ্নিকান্ডে ভস্মীভূত সেমাই ফ্যাক্টরি

কুড়িগ্রামের উলিপুরে আকস্মিক এক অগ্নিকান্ডে ভস্মীভূত হলো লক্ষ্মী ফুড ফ্যাক্টরির সরদার পাড়ার সেমাই উতপাদন ইউনিট।

গত শনিবার(৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে আকস্মিকভাবে ফ্যাক্টরীর এ ইউনিটে লাগে এ সময় ফ্যাক্টরীর শ্রমিকরা তারাবির নামাজ পড়ছিল। তড়িঘড়ি করে তারা এসে আগুণ নেভানোর চেষ্টা করে ও স্হানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা আসার পূর্বে ফ্যাক্টরী ভস্মীভূত হয়ে যায়। ফ্যাক্টরীর মালিকের দাবী ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

আগুণে পুড়ে গেছে ৩৭ কেজি ওজনের ৫’শ ১০ খাঁচা সেমাই, ভাজা সেমাই ৬০ খাঁচা, ময়দা বড় বস্তা ৪০টি, ছোট বস্তা, ৪০ টি, সেমাই শুকানোর বাঁশের বাতা স্টিল ট্রে ১’শ টি, বৃহৎ আকারের তন্দুরি ও কারখানার টিনসেড বিল্ডিং ঘর। এগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ ৫৭ হাজার টাকা।

 

ঈদের পূর্বে রমজান মাসে নুতন করে সেমাই উতপাদন করা কর্তৃপক্ষের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।

 

উলিপুর ফায়ার সার্ভিসের সহকারী ষ্টেশন কর্মকর্তা আব্বাস আলী জানান, আমরা যাবার পূর্বে ফ্যাক্টরীর অনেকটা পুড়ে গেছে।উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!