দেশে তৈরি আকর্ষণীয় ২ মডেলের ফোন বাজারে আনলো নকিয়া

দেশের কারখানায় তৈরি দুটি মডেলের মোবাইল ফোন নিয়ে এলো নকিয়া। নকিয়ার জি সিরিজের দুটি মডেল জি-১০ ও জি-২০ বাজারে এলো বৃহস্পতিবার (২৫ নভেম্বর)। এদিন রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। যুক্তরাজ্যভিত্তিক ভাইব্রেন্ট সফটওয়্যার ও ইউনিয়ন গ্রুপ বাংলাদেশ সম্মিলিতভাবে ভাইব্রেন্ট সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেড নামে নকিয়ার কারখানা স্থাপন করেছে। এইচএমডি গ্লোবাল’র জেনারেল ম্যানেজার রাভি কুনওয়ার বলেন, বাংলাদেশে কারখানা স্থাপন ও সেখানে সংযোজিত হ্যান্ডসেট’র উন্মোচন আমাদের যাত্রার একটি মাইলফলক।নকিয়া জি-১০ –এর দাম ১৩ হাজার ৪৯৯ এবং জি-২০-এর দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। অনুষ্ঠানে জানানো হয়, গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে নকিয়ার কারখানা গড়ে তোলা হয়েছে। শুরুতে কারখানায় প্রতিদিন ৩০০ ফোন সংযোজন করা হচ্ছে। নিজস্ব পরীক্ষাগারসহ কারখানাটির প্রয়োজনীয় সব অবকাঠামোতে স্বয়ংসম্পূর্ন এবং কারখানাটিতে প্রায় ২০০ জন কর্মী রয়েছে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!