পলাশবাড়ীতে সফল মাছ চাষী আনিছুর রহমান

পলাশবাড়ী উপজেলা মৎস‍্য অফিসের সহযোগিতা ছাড়াই বাপ-দাদার শিখানো পদ্ধতিতে মাছ চাষ করে সফল মাছ চাষী আনিছুর রহমান। তার দেখাদেখি এলাকার অনেক বেকার যুবক মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেক বেকার যুবক নিজ বুদ্ধিতে মাছ চাষ করে ভাগ্য বদলে ফেলেছেন। তারা সবাই এখন স্বচ্ছল জীবনযাপন করছেন।

 

পলাশবাড়ী পৌরসভার কালুগাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে আনিছুর রহমান। তিনি ছোট বেলা থেকেই মাছ চাষের সাথে জড়িত। আনিছুর রহমান প্রথমে ছোট পরিসরে প্রতিবেশীদের পুকুর লিজ নিয়ে মাছ চাষ শুরু করলেও বতর্মানে উপজেলার বাহিরডাঙা গ্রামে প্রায় ৭০ বিঘা জমিতে মাছ চাষ করেছেন। ফলে বছর শেষে মোটা অংকের লাভের মুখ দেখছেন সফল মাছ চাষী আনিছুর। তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ১৫ থেকে ২০ জন কর্মহীন মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার মাছের খামারে।

 

আনিছুর রহমান বলেন,মাছ চাষ করে এখন আমি অনেক লাভবান হয়েছি। প্রথমে যখন ছোট পরিসরে মাছ চাষ শুরু করেছিলাম তখন লোকসান হয়েছিল। এখন আর লোকশান হয় না। বতর্মানে মাছ চাষ করে একটু লাভের মুখ দেখতে পাচ্ছি।আমি যদি মাছের খামারে কোন প্রশিক্ষণ বা সরকারি সহায়তা বা সহযোগিতা পেতাম তাহলে আরো বেশি লাভবান হতে পারতাম। আনিছুর আরো বলেন,আমি র্দীর্ঘদিন যাবত পলাশবাড়ী উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি।তবে আমি দলীয় বিষয় নিয়ে কোথাও কোনাে প্রভাব দেখাতে চাই না। আমি একজন ভাল মাছ চাষী হতে চাই। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা আশা করছি। যেনো আগামীতে আরো বড় পরিসরে এ মাছের খামার গড়ে তুলতে পারি।

 

এ ব‍্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার বলেন,আনিছুর রহমান যদি মাছ চাষের উপর কোন ব‍্যাংক ঋণ নিতে চাষ তাকে সহযোগিতা করা হবে।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!