মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

হবিগঞ্জের মাধবপুরে এক সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস)।

জানা যায়, সাংবাদিক নাহিদ মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরের দিকে মাধবপুর পৌরসভার আলকপুর গ্রামের বাড়িতে যাওয়ার সময় অটোরিকশায় উটলে একই গ্রামের প্রতি পক্ষের এক যুবক রিক্সায় উঠে লাফালাফি করতে থাকে। এ সময় সাংবাদিক নাহিদ লাফালাফি করতে নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে ঐ যুবক অন্য একটি রিক্সায় করে দ্রুত আলাকপুর জামে মসজিদের পাশে চলে যায় । সাংবাদিক নাহিদ সেখানে পৌছাঁ মাত্র একই গ্রামের মিছির আলীর ছেলে আলকাছ ও তার ভাই পলাশ দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকের উপর হামলা করে এবং রক্তাক্ত জখম করে ।
পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

আহত সাংবাদিক নাহিদ আলকপুর গ্রামের রঙ্গু মিয়ার ছেলে। সে জাতীয় দৈনিক জনতার ইসতেহার ও দৈনিক হবিগঞ্জের জননী পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি।

সাংবাদিক নাহিদ জানান এ সময় তার পকেটে থাকা ১৭ হাজার ৫ শত টাকা ছিনিয়ে নিয়ে যায় আলকাছ মিয়া। পলাশ হুমকি দিয়ে বলে এ ব্যাপারে মামলা করা হলে তাকে হত্যা করা হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক জানান সাংবাদিক নাহিদের উপরে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।

এদিকে মাধবপুরে সাংবাদিক নাহিদকে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) -এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, কেন্দ্রীয় মহাসচিব মোঃ সুমন সরদার সহ সংগঠনের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!