পাবনার ধারাবাহিক অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ৮০৩ (আটশত তিন) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রবিউল ইসলাম, সুজানগর সার্কেল, পাবনার দেওয়া তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল হাননা্ন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ সুজানগর থানার একটি অভিযানিক দল ৬ এপ্রিল (বৃহস্পতিবার) সুজানগর থানাধীন পৌরসভায় অভিযান চালায়।
পৌরসভাস্থ সুজানগর বাজারে জনৈক শ্রী উত্তম কুমার শর্মা পিতা-মৃত হরিপদ শর্মা এর ফার্নিচার দোকানের সামনে পাইকড় গাছের নিচে ২১.০৫ ঘটিকায় অভিযান চালিয়ে মোঃ আশিক (২৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে ৭০০ (সাতশত) পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
মাদক ব্যবসায়ী আশিকুর রহমান ভবানীপুর আজিজুর রহমানের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত মাদক ব্যবসায়ী বাড়ী তল্লাশী করিয়া ১০৩ (একশত তিন) পিচ সহ সর্ব মোট ৮০৩ (আটশত তিন) পিচ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর অনুমানিক মুল্য ২,৪০,০০০টাকা। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।