-
- চট্টগ্রাম, সারাদেশ
- রায়পুরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন
- আপডেটের সময় : এপ্রিল, ৭, ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ
- 143 বার ভিউ
লক্ষ্মীপুরের রায়পুর পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা হারিছ ভূঁইয়া বাড়ির মরহুম আবু ইউছুফের ছোট ছেলে অপু হোসেন তার বিরুদ্ধে আনিত মিথ্যা ধর্ষন মামলা থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রায়পুর সাংবাদিক ক্লাবের পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগের মাধ্যমে ভুক্তভোগী অপু হোসেন জানান, আমি নিম্ন স্বাক্ষরকারী অপু হোসেন, পিতা- মৃত আবু ইউছুপ, মাতা- সাফিয়া বেগম, গ্রাম- মধুপুর (হারিছ ভূঁইয়া বাড়ী), পৌর ৫নং ওয়ার্ড, থানা- রায়পুর, জেলা- লক্ষ্মীপুর। উপস্থিত অদ্যকার এই সংবাদ সম্মেলনে সকল সাংবাদিকগণের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, বিগত ২ বৎসর যাবত আমার মেঝো ভাবি আয়েশা আক্তার লিজা তাহার স্বামীর অগোচরে ৩/৪ জন পুরুষের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়। বিষয়টি কয়েকবার আমার নজরে আসলে আমি আমার ভাইকে অবহিত করি সে বিষয়টিকে অন্যভাবে নিয়ে আমার উপর রাগান্বিত হয়ে আমাকে হুমকি ধামকি দিতে থাকে এক পর্যায়ে বাধ্য হয়ে আমি এর প্রতিবাদ করি,প্রতিবাদ করিলে আমার সেই ভাবি এবং ভাই মিলে আমাকে ধর্ষক সাজিয়ে রায়পুর থানায় মিথ্যা মামলা দায়ের করে, যাহার মামলা নং: ১৫/২৮৮। সেই মামলায় আমাকে আটক করিয়া রায়পুর থানার পুলিশ থানা হেফাজতে নিয়ে উপর্যুপুরি শারীরিক নির্যাতন করিতে থাকে একপর্যায়ে আমার জীবন রক্ষার্থে আমি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য হই। সেই মামলায় দীর্ঘ ১ মাস ১৯ দিন কারাভোগ করার পর গত ১৬ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখে জামিনে মুক্ত হয়ে আমি নিজ এলাকায় ফিরে আসি।
ইতিমধ্যে সে আমার মা বোন এবং আমাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছে, সুযোগ পেলেই আমাদের মেরে ফেলার কথাও জানায় আমার ভাই টিপু। এমতাবস্থায় আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য সত্য সংবাদ প্রচারে বিনীত অনুরোধ জানাই।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর