প্রতিকুল আবহাওয়ায় দুর্ভোগে কৃষক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় টানা ১০ দিনের বৃষ্টি পাতে অতিষ্ঠ জন জীবন। স্থানীয় বয়স্কদের মতে গত ৭০ বছরের জীবনে চৈত্র মাসে এমন বৃষ্টির নজীর তাদের মনে পড়ে না। চৈত্র মাস এলে যেখানে শুরু চৈত্রের তাপদাহ।প্রচন্ড গরম ও হয় শুস্কতা। খাল- বিল মাঠ -ঘাট শুকিয়ে চৌচির হয়ে যায়। জন জীবন অতিষ্ঠ গরমে।চারিদিকে ধুলাবালি ছরাছরি।সেই চৈত্র মাসে এখন মেঘের গর্জন। আকাশে প্রচন্ড বিদৎ চমকানি। বৃষ্টির ঝনঝনানি আওয়াজ। রাস্তা-ঘাট কাঁদা মাটিতে ভরা। সকাল সন্ধ্যায় বৃষ্টি ঝড়ছে। এই হালকা রোদ এই বৃষ্টি।
কৃষকের অতি কষ্টের আবাদ নষ্ট হতে যাচ্ছে। গম কাটাই- মাড়াই করে শুকাতে পারছেনা। নিচু জায়গার বোরো (রোপন)আবাদ পানিতে নিমজ্জিত।আগাম ব্রি-২৮ধান আবাদ হুমকির মদ্ধে। কৃষকের মন ভালো নেই।
যেখানে চৈত্র মাসের মাঝামাঝিতে কৃষক পাটের বীজ বপন করে সেই জমিতে পানি জমেছে। মাটির জো আসতেছেনা। প্রাকৃতির নিলা বুঝা বড় দায়!

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!