হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা

সড়ক দুর্ঘটনার হার কমাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা ও ঠাকুরগাঁও ট্রাফিক পুলিশের যৌথ অভিযানে ট্রাফিক আইন অমান্য কারায় হেলমেট বিহীন মোটরসাইকেল আটক পূর্বক মামলা দায়ের করেছেন ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১২ এপ্রিল ) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা শহরের বিভিন্ন জায়গায় এই হেলমেট বিহীন অভিযান পরিচালনা করা হয়। এসময় হেলমেট না পরায় ট্রাফিক আইন অমান্য কারীদের দাঁড় করিয়ে বালিয়াডাঙ্গী থানা পুলিশের সহযোগিতায় জরিমানা করেছেন ।

উপজেলার বিভিন্ন সড়কপথে দুর্ঘটনার হার কমাতে হেলমেট সুরক্ষায় মোটরবাইক চালকদের উৎসাহীত করতে বালিয়াডাঙ্গী থানার বালিয়াডাঙ্গী টু নেকমরদ মহাসড়কে বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ও ট্রাফিক এটিআই জাহাঙ্গীর আলম এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ (১) ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে মামলা ও জরিমানা করা হয়।

এ সময় বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, সবার আগে নিজের নিরাপত্তা।হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো অপরাধ ও ঝুঁকিপূণ্য। রাস্তায় চলাচলের সময় বেশিরভাগ সময়ে মোটরসাইকেল দৃর্ঘটনায় হেলমেট না থাকায় মাথায় আঁঘাত হয়। এ দুর্ঘটনা থেকে নিরাপত্তার জন্য হেলমেটের প্রয়োজনীয়তা রয়েছে।যারা হেলমেট বিহীন রাস্তায় আসছে তাদের জরিমানা করছি।

তিনি আরও বলেন, বালিয়াডাঙ্গী ট্রাফিক আইন অমান্য করায় ২০ জনের নামে মামলায় ৬০ হাজার টাকা জারিমানা করা হয়েছে । এ অভিযান চলমান থাকবে।

এ সময় ট্রাফিক এটিআই জাহাঙ্গীর আলম এর সাথে সহযোগিতায় ছিলেন বালিয়াডাঙ্গী থানার তদন্ত ওসি আব্দুস সবুর সহ বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!