লালমনিরহাটে ভূমিহীন বিধবা আশ্রয় এখন খোলা আকাশে

সীমান্তবর্তী লালমনিরহাটে সদর উপজেলা মোগলহাট ইউনিয়নে এক বৃদ্ধা বিধবা আজিনা বেওয়া (৬০) নামে এর মহিলার বাড়ি ভাংচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে।

লুটপাট করে প্রকাশে ভ্যানগাড়ীযোগে ঘরের আসবাপত্র অন্যত্বে সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে। বর্তমান ভুমিহীন বৃদ্ধা আজিনা বেওয়ার ও তার ছেলে খোলা আকাশে নিচে বসবাস করছে । ভুক্তভোগী ভূমিহীন বিধবা বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় পুত্র বধু সহ ৭জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন ।

ভাংচুর ও লুটপাটের অভিযুক্ত ব্যক্তিগণ একই এলাকার হাবিবুর রহমান, আব্দুর রহিম, শুকুর মিয়া, নাসির আলী, হানিফ, রহিমা বেগম, শিবাতন বেগমের বিরুদ্ধে । বৃদ্ধা বাড়িঘর ভেঙ্গে মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্ত করছে লালমনিরহাট সদর থানা পুলিশ ।

ভুক্তভোগী ভূমিহীন বিধবার লিখিত অভিযোগে জানা যায় সবশেষে গত ১২ এপ্রিল বিকালে পূর্বের পরিকল্পিত অনুযায়ী বৃদ্ধার ছেলের স্ত্রী তার বাবার বাড়ি হতে ভাড়াটিয়া লোকজন নিয়ে এসে শাশুড়ি ও স্বামীর থাকা ঘর ভেঙ্গে ফেলে বাড়ির আসবাবপত্র ভ্যানযোগে বাবার বাড়ি পাঠিয়ে দেয়। ভূমিহীন বৃদ্ধা বিধবা আজিনা বেওয়া (৬০) সদর উপজেলা মোগলহাট এলাকায় রেলওয়ে পরিত্যক্ত খাস জমির উপর দু’চালা ঘর তুলে জীবন যাপন করে আসছে ।

বৃদ্ধা ও তার ছেলে জাহাঙ্গীর আলম (২৭) কে নিয়ে অতিকষ্টে বসবাস করে আসছে বৃদ্ধা । বিধবা বৃদ্ধা তার ছেলেকে নিয়ে গ্রামে গ্রামে কাপড় বিক্রি করে। গত ৯ বছর পূর্বে ছেলে জাহাঙ্গীরকে লালমনিরহাট বত্রিশ হাজারী এলাকা হাবিবুর রহমানের কন্যা রাশেদার সাথে বিয়ে দেয় । বিয়ের কয়েক মাস পরেই রাশেদার তার স্বামী ও শাশুড়ির সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি হয় । অভাব অনটনের সংসারে রাশেদা তার স্বামী ও শাশুড়ি সাথে তুচ্ছ ঘটনায় ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বিষয়টি নিয়ে একাধীকবার বিচার শালিস করলেও রাশেদার উশৃংখল আচরণের পরিবর্তন করতে পারেনি । এরই মধ্যে বৃদ্ধা ছেলে দুই সন্তানের পিতা হয়।ভূমিহীন বিধবা তার ছেলের সুখের কথা চিন্তা করে পুত্রবধূর অন্যায় অত্যাচার মেনে নিতেন।
সম্প্রতি বৃদ্ধার পুত্রবধূ রাশেদা বেগম তার স্বামী সাথে ঝগড়া করে বাবার বাড়িতে চলে যায় । বৃদ্ধা ও স্থানীয় লোকজন পুত্রবধূ রাশেদা কে ফিরিয়ে আনতে একাধিকবার চেষ্টা করেও ফিরে আনতে পারেনি। আকস্মিকভাবে পুত্রবধূ রাশিদা বেগম গত ১২ এপ্রিল বিকালে কাউকে কিছু না বলে অভিযুক্ত ব্যক্তিগণদের নিয়ে ভুক্তভোগী বৃদ্ধার আজিনার বেওয়া বাড়িতে সিনেমা স্টাইলে হামলা চালিয়ে ভাংচুর করে বাড়ির আসবাবপত্র খাট-চকি, চেয়ার-টেবিল, হাড়ি-পাতিলসহ যাবতীয় মালামাল কয়েকটি ভ্যান দিয়ে বাবার বাড়ি নিয়ে যায় ।
বর্তমানে ভূমিহীন বৃদ্ধা আজিনা বেওয়া তার পুত্র জাহাঙ্গীরকে নিয়ে খোলা আকাশে নিচে মাটিতে বসবাস করছে। ভুক্তভোগী বৃদ্ধা আজিনা বেওয়া অন্যের বাড়িতে কাজ করে পরিত্যক্ত রেলওয়ে খাস জমির উপর একটি ঘর উঠিয়ে বসবাস করে আসছে। বৃদ্ধার পুত্রবধূ রাশেদা বেগম তার বাবার বাড়ি হতে ভাড়া করা লোকজন নিয়ে এসে ঘরবাড়ি ভাংচুর করে ভ্যানগাড়ী করে সকল আসবাবপত্র নিয়ে যায়। এলাকার লোকজন তাদের ভয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করাকালীন বৃদ্ধা কে সহযোগিতা করতে কেউ এগিয়ে আসেনি।বৃদ্ধার অভিযোগের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!