অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়ে দুই থেকে সাতবছর মেয়াদে কারাভোগ শেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরে গেলেন এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক।
বুধবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট তাদের হস্তান্তর করে বাংলাদেশী ইমিগ্রেশন পুলিশ। ভারতে ফেরত যাওয়া নাগরিককরা হলো, লিপলাল হেমরম (৪৪), নুর আমিন (৩৩), সামিউল হাসদা (৩৮), রুবেল মার্ডি (৪৩), শান্তনা মুর্মু (৪৮), এদের সকলের বাড়ি ভারতের বিভিন্ন এলাকায়।
হাকিমপুর থানার ওসি খায়রুল বাশার জানান, এক নারীসহ পাঁচ ভারতীয় নাগরিক বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করলে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে। এর পরে তারা নওগাঁ ও দিনাজপুর কারাগারে ২ থেকে ৭বছর মেয়াদে কারাভোগ করে। দুদেশের মাঝে চিঠি চালাচালি ও আইন মোতাবেক সকল প্রক্রিয়া সম্পুর্ন হলে বুধবার তাদেরকে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।