উলিপুরে হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গত ৪ মে ফাউন্ডেশন ভবনে দিনব্যাপী হেলথ ক্যাম্প ও স্তন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড কমিশনার আনিছুর রহমান।

অনুষ্ঠান পূর্ব আলোচনা সভায় ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাঃ সফিউল আলম।আরও বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোয়াজ্জিন হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মজিদ হাড়ি, আওয়ামীলীগ সাইফুল ইসলাম বাচ্চু প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গ্রামীণ জনপদে এ ধরনের চিকিৎসা ব্যবস্থা বিরল। বিশেষ করে মহিলাদের সচেতন করতে পারলে, অনেক জীবন বাঁচবে। এ চিকিৎসার পাশাপাশি জরায়ুর অসুখের চিকিৎসার জন্য তিনি উদ্যোগ নিতে আহ্বান জানান।

উল্লেখ্য, হেলথ ক্যাম্পে ডাঃ সফিউল আলম, ডাঃ ফজলুল করিম, ডাঃ সাইমুন নাহার দিবা, ডাঃ মোশাররফ হোসেন, ডাঃ নুর- ই মিনা মোছাঃ রাবেয়া সিদ্দিকা, ডাঃ হাফিজুর রহমান হারুন চিকিৎসা প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ রেজাউল করিম।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!