কুড়িগ্রামের উলিপুরে সেবাদানকারী প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা বিষয়ক এক গণ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
১১মে উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে সেবাদাতা ও সেবা গ্রহীতার মধ্যে সেবা বিষয়ক এক গণ শুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সখিনা খাতুন।স্বাগত বক্তব্যে, প্রকল্প সমন্বয়কারী মোঃ লুৎফর রহমান গণ শুনানির উদ্দেশ্যসমূহ বিষদভাবে তুলে ধরে বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে সেবাদাতা ও সেবা গ্রহীতা উভয়ের মধ্যে সেতু বন্ধন রচিত হবে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, উলিপুর পুলিশ প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় তাদের সেবা ও সেবা প্রাপ্তির উপায়সমূহ উপস্থিত জনগণের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠানে সেবা গ্রহীতাগন সেবা প্রাপ্তির উপায় সমূহ জেনে নেন।