নীলফামারীর ডোমারে কাটা বোরো ধান পানির নিচে বিপাকে এখন কৃষক
নীলফামারীর ডোমারে কাটা বোরো ধান পানির নিচে বিপাকে এখন কৃষক

নীলফামারীর ডোমারে কাটা বোরো ধান পানির নিচে বিপাকে এখন কৃষক

নীলফামারীর ডোমারে জমিনের কাটা বোরো ধান পানিতে তলিয়ে থাকায় কৃষক পরেছে বিপাকে।

১৩ ই মে শুক্রবার দিবাগত রাতে কয়েক ঘন্টার আকাশের বৃষ্টিতে জমিতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গেছে এ অবস্থায় চরম বিপাকে পরেছে কৃষক।হরিনচড়া ইউনিয়নের নিভারন চন্দ্র রায়,জয়নাল হোসেন,রবিচন্দ্র বর্মনের খেতে গিয়ে দেখাযায় এ অবস্থা।তাদের কাটা ধান পানিতে তলিয়ে গেছে জমিনের স্তর নিচু হওয়ায়(আইল)মাল্লী কেটে দেয়ার পরও পানি নিষ্কাশন না হওয়ায় কোন সুফল পাচ্ছে না।এখনো উপজেলায় কৃষক বিশ শতাংশ আবাদি ধান ঘরে তুলতে পারেনি কৃষক,বৈরী আবহাওয়ার দরুন কৃষকের মনে সংঙ্কা কাজ করছে,কৃষক প্রদিপ কুমার জানান এই বোরোধানে হামরাপরিবারের ৯ মাসে খাবার মজুদ করি যদি হওয়া ধান ঘরত তুলবার নাপাই তাহলে সওয়াল পোয়াল সহ মাঠে মারাযামো।

কৃষি অফিস সুত্রে জানাযায় এবারে ডোমারে উপজেলায় ১৩ হাজার দুইশত ত্রিশ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে।আবহাওয়া অনুকূলে ছিল বলে এবারে ধানের বাম্পার ফলন হয়েছে।কথা হলে উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান জানান গত কয়েক দিন ধরে ধানকাটা খড় মাড়াই শুরু হয়েছে আর প্রকৃতির উপরে কারোতো হাত নেই বৃস্টিরপানি কৃষক জমিনের মাল্লী(আইল)কেটে পানি নিষ্কাশন ব্যবস্থা সহ কাটার উপযোগী ধানকে দ্রুত ঘরে তোলার জন্য কৃষককে সচেতন করেযাচ্ছি,এবার ধানের ভালো দাম ও ফলন ভালো হওয়ায় কৃষক বেশ খুশি।

Please follow and like us:

     এই বিভাগের আরো খবর

আমাদের পেজ লাইক করুন

error: Content is protected !!