-
- রংপুর, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- নীলফামারী ডোমারে নিখোঁজের ৭ দিন পড় মিললো শির্ক্ষাথীর অর্ধগলিত লাশ
- আপডেটের সময় : আগস্ট, ২৭, ২০২২, ১২:০৩ অপরাহ্ণ
- 101 বার ভিউ
জেলার ডোমারে নিখোঁজের ৭দিন পর আরিফ হোসেন(১৪) নামে এক স্কুল শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।ঘটনা গতকাল (২৬ আগস্ট) শুক্রবার সন্ধায় উপজেলার ডোমার সদর ইউনিয়নের বড়রাউতা মাঝাপাড়া এলাকার সাধুর আশ্রমের একটি সেচপাম্পের ঘর থেকে তার লাশ উদ্ধার করে জেলার মর্গে প্রেরণ করেছে ডোমার থানা পুলিশ।
মৃত আরিফ হোসেন ডোমার পৌরসভার ৪ নং ওয়ার্ড কাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র ছিল।নিহতের চাচাতো ভাই সোহাগ ইসলাম জানান, গতকাল (২৬ আগস্ট) শুক্রবার রাতে তার বাবার অটোরিক্সা নিয়ে সে বাড়ীর বাইরে বের হয়। সেই দিন রাত আটটার দিকে সে তার মা তফিনা বেগমকে ফোন দিয়ে বলেন সে অটোরিক্সায় যাত্রী নিয়ে সাকোয়ায় যাচ্ছে।
এর পর থেকে তার মোবাইল ও তাকে খুজেঁ পাওয়া যাচ্ছিলনা। এ বিষয়ে তার বড়বোন ঝর্ণা আক্তার তার ভাইয়ের নিখোঁজের বিষয়ে আজ (২৭ আগস্ট) শনিবার রাতে থানায় সাধারন ডায়েরী করেন যার নম্বর- ১০৩৪। পরিবারের লোকজন অনেক খুজাঁখুজির পর তাকে না পেয়ে হতাশ হয়ে পরেছিলেন। এদিকে গতকাল (২৬ আগস্ট) শুক্রবার সকালে জমিতে সার দিতে এসে এক কৃষক দেখতে পান বরেন্দ্র সেচপাম্পের ঘরের ভিতর থেকে মারাত্মক দুর্ঘন্ধ বের হচ্ছিল।
তিনি ঘরের কাছে গিয়ে দেখতে পান ঘরের ভিতর দুটি স্যান্ডেল পড়ে রয়েছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে অবহিত করলে তিনি থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ঘরের ভিতর একটি অর্ধগলিত মরদেহ পরে রয়েছে। এ খবর ছড়িয়ে পরলে আশে পাশের এলাকা থেকে হাজার হাজার উৎসুক জনতা এক নজর মরদেহটি দেখতে ভির জমায়।
পরে ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী রংপুর সিআইডিকে খবর দিলে গতকাল (২৬ আগস্ট) শুক্রবার বিকাল ৫টার পর সিআইডি টিম ঘটনাস্থলে এসে সেচপাম্পের ঘর থেকে গলিত লাশটি বের করে। এ সময় নিহত আরিফের মুখ বিকৃতি হয়ে যাওয়ায় তার পরনের কাপর, হাতে থাকা ঘড়ি ও পায়ের সান্ডেল দেখে আরিফকে চিহিৃত করেন তার পরিবারের সদস্যরা।
ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী অর্ধ গলিত নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্দারের বিষয়টি নিশ্চিত করে জানান,গতকাল (২৬ আগস্ট) শুক্রবার সন্ধায় ময়না তদন্তের জন্য জেলার মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেন।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর