দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। সেলুলয়েডে কামব্যাক করেই বক্স অফিসে দারুণ ব্যবসা করছে ঐশ্বরিয়া অভিনীত ‘পনিয়িন সেলভান-১’।
গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়া সিনেমাটির তামিল সংস্করণ ভালো সাড়া ফেলেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সিনেমাটি তামিল, হিন্দি, তেলেগু, মালয়ালাম এবং কন্নড় ভাষায় বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বলিউড বক্স অফিসের তথ্য অনুযায়ী, সিনেমাটি প্রথম ২ দিন সারাবিশ্বে আয় করেছে ৭০ কোটি রুপি।
আয়ের বড় একটি অংশ তামিল সংস্করণ থেকে এসেছে। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। সিনেমাটিতে ঐশ্বরিয়া-বিক্রম ছাড়াও আরও অভিনয় করেছেন- কার্তিক, জয়ম রবি এবং শোভিতা ধুলিপালা।