-
- রংপুর, সদ্যপ্রাপ্ত সংবাদ, সারাদেশ
- উলিপুরে দিনদপুরে অটোরিকশা চুরি
- আপডেটের সময় : নভেম্বর, ২৩, ২০২২, ৯:৪২ অপরাহ্ণ
- 145 বার ভিউ
কুড়িগ্রামের উলিপুরে দিনমজুরের চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত চোর চক্রের সদস্য মোঃ সৌরভ মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়া পাড়া গ্রামের মৃত সরফ উদ্দিনের পুত্র।জানা গেছে, উপজেলার পান্ডুল ইউনিয়নের ঢেকিয়ারাম গ্রামের মোঃ রফিকুল ইসলামের অটোরিকশাটি গত ১৫ নভেম্বর বিকেল সাড়ে ৩ টায় মিনাবাজার থেকে চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে অটোরিকশাটি না পেয়ে গত (২১ নভেম্বর) সোমবার দুপুরে উলিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।
এদিকে চোরাইকৃত অটোরিক্সাটি গুনাইগাছ মোড়স্থ ভাংরীর দোকানে বিক্রি করার গোপন সংবাদ পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল হাকিম অভিযান চালিয়ে চোর সৌরভ মিয়াকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করেন।
গতকাল (২২ নভেম্বর) মঙ্গলবার উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, চোরকে গ্রেফতার করে অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Please follow and like us:
এই বিভাগের আরো খবর